কবি আশরাফুল হক মহিন ময়মনসিংহ জেলা গৌরীপুর থানা বোকাইনগর ইউনিয়ন এ তার জন্ম ছোটবেলা থেকেই তাঁর কবিতা লেখা শখ তিনি গৌরীপুর রাজেন্দ্র কিশোর উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পাস করেন তারপর তার মা-বাবার অনুরোধে গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ম্যাট্রিক পাস করেন এবং ওই কলেজ থেকেই তিনি এইচএসসি পাস করেন। তিনি কবিতা লিখতে খুব ভালোবাসেন বিভিন্ন ওয়েবসাইটে তাহার কবিতা প্রকাশ করা হয় কবি আশরাফুল হক মহিনের একটিই স্বপ্ন কোন একদিন তাঁর সকল কবিতার বই বের করে সকলের কাছে পৌঁছে দিবে। সবার কাছে ভালোবাসা রইলো কবিকে ভালোবাসবেন কবিতার পাশেই থাকবেন।