দারিয়া দিঘী, এটি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের, কক্সবাজার জেলার রামু উপজেলার রামু কেন্টনমেন্ট এর পাশাপাশি এলাকা, এটি খুনিয়া পালং ইউনিয়নে অবস্থিত একটি পল্লী গ্রাম, গ্রামীণ মানুষের জীবন যাপন, দারিয়ার দিঘী নামকরণের কারন, ধরা যায় বহু বছর পূর্বে দারিয়ার দিঘীর দিঘীতে একটি নৌকা ছিল, ঐ নৌকাতে সব রকমের আসবাবপত্র ছিল। যে কোন বিয়ে বাড়িতেই ঐ নৌকা থেকে আসবাবপত্র নিয়ে যেত। আর এই দিঘীর সূত্র ধরেই এলাকার নাম করণ করা হয় দারিয়ার দিঘী।