শায়েখ নেছার আহমাদ আন-নাছিরী

edit

শায়েখ নেছার আহমাদ আন-নাছিরী ।

প্রথমিক জিবন

edit

শায়েখ নেছার আহমাদ আন-নাছিরী , ১৪ মে ১৮৮২ সালে ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন যাত্রাপুর গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।

শিক্ষা ও কর্মজীবন

edit

শায়েখ নেছার আহমাদ আন-নাছিরী ব্রাক্ষ্মানবাড়িয়া জেলায় হিফজ মাদরাসায় ভর্তি হওয়ার মাধ্যমে তার শিক্ষা জিবনে সূচনা হয়। পড়াশুনা শেষ করে তিনি বাক্ষ্মনবাড়িয়া জেলার একটি মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান করার মাধ্যমে তার শিক্ষা জিবন শুরু হয়।