"স্বাধীন বাংলাদেশ"

বাংলাদেশ ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়। বাংলার এই জয়ের মূল অস্ত্র ছিলো জাতির বীর সন্তান (মুক্তিযোদ্ধা)- রা! আজ বিজয়ের ৫০ বছর পর কেনো জানি মনে হয়, কোথাও কিছু একটা হারিয়ে গেছে! হ্যা, আমি অই হারিয়ে যাওয়ার কথা বলছি; সেই চেতনা আজ আর নেই! এখন শুধু মুখেই শোভা পায়; কর্মে নয়। এই দেশের মানুষরা নিজেদেরকে তুলনা করে সেই বীরের সাথে! ভাবতে অবাক লাগে। মাঝে মাঝে বলতে ইচ্ছে হয় "কোথায় ছিলো তোমাদের বাবা চাচা-রা; হাত-পা কি ছিলো না!"