গ্রীনল্যান্ডের ইতিহাস
গ্রীনল্যান্ড নামটা শুনলেই যেন আমাদের মনের পটে ভেসে ওঠে চিরহরিত এক দেশ। কিন্তু বাস্তবে তা যে একেবারেই নয়, আসলে সেটি যে সমুদ্রের মাঝে বিরাজিত একটি চিরতুষারাবৃত শ্বেতরাজ্য, তা শুনে বিস্মিত হতে হয় বই কী ৷ তাহলে গ্রীনল্যান্ড নাম হল কেন? প্রশ্ন অবশ্যই জাগে ৷ এবং তার উত্তরও রয়েছে আইসল্যান্ডের প্রচলিত এক গল্পে , যেটিতে জানা যায়, বেশ কয়েকটি খুনের দায়ে, "এরিক দ্য রেড" নামের একজন ভাইকিংকে আইসল্যান্ড থেকে নির্বাসনে পাঠানো হলে , তিনি শতবর্ষ পূর্বে আবিষ্কৃত আইসল্যান্ড থেকে পশ্চিমে একটি প্রদেশে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন ৷ হাজার মাইলেরও বেশী সমুদ্রপথ , প
বারিব ও ভৃত্যদের নিয়ে, জাহাজে করে তিনঅবশেষে একটি তুষারাবৃত ভূমিতে এবং তারপর থেকে সেখানেই নিজের পরবর্তী জীবনের বেশীরভাগ সময় অতিবাহিত করেন। তিনি সেই দ্বীপের নাম দেন গ্ৰীনল্যান্ড, এই ভেবে যে নামের গুণেই হয়তো আরও অনেক বসবাসকারী এসে জুটবে এই বরফাবৃত নির্জন প্রান্তরে।ার