বীরভূম জেলার অন্তর্গত বামদেব পুর একটি ঐতিহাসিক গ্রাম। বামদেব পুর আনুমানিক ৬০০ থেকে ৭০০ বছরের পুরনো গ্রাম। বলিষ্ঠ মুনির বড় পুত্র বামদেব সিদ্ধি লাভ করেন, এর থেকে এই গ্রামের নাম হয় বামদেব পুর। এখানে বামা ক্ষ্যাপা রীতিমত তারাপীঠ থেকে আসতেন।