আমি এই উইকিপিডিয়ায় যুক্ত হলাম আল্লাহ্'র প্রিয় নবী(সল্লাল্লোহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি কেনো দরুদ লেখা হচ্ছে না ? কেনো অবমাননা করা হচ্ছে? দরুদ তো লিখতেই হবে । আপনারা দয়া করে আল্লাহ্ কে ভয় করুন, রসূলুল্লাহ সল্লাল্লোহু আলইহি ওয়াসাল্লাম এর প্রতি সম্মান প্রদর্শন করুন আপনিও মানুষ আমার নবীও তিনি মানুষ ছিলেন । তাই আপনি কখনো নিজেকে বেশি বুঝে গেছেন, বড় কিছু হয়ে গেছেন মনে করবেন না কিন্তু। আপনাকে এখানে দেখে আমি আনন্দিত।