বিয়ানা ভ্রমণ মোঃ আহনাফ হাসান

ঈদ এর পরের দিন যাওয়া হল বিয়ানা। বিয়ানা আসলে একটি গ্র্রাম। এই গ্র্রামটাই ছিল আমাদের গন্তব্য। বিয়ানার অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা। আমরা থাকি রাজশাহী। এখান থেকে বিয়ানার দূরুত্ব প্রায় ১৫০ কি.মি.। ঈদ এর পরের দিন তাই ঘুম থেকে ওঠা হল দেরিতে। এরপর নাস্তা খেলাম। ড্রাইভার এলো। আব্বুর এক বন্ধুর বাড়ি থেকে তাদের পরিবার সহ আমাদের পরিবার নিয়ে রওনা দিলাম বিয়ানা। গাড়ি ছুটেই চলেছে।হঠাৎ আমার ছোট ভাইয়ের শরীর খারাপ করছিল। তাই আমাদের ভোলানগরে থামতে হল। সেখানে আমরা চা-নাস্তা করলাম। এরপর আমরা আবার রওনা দিলাম। হঠাৎ একটু যেতে গাড়ির চাকা পাঞ্চার হওয়ে গেল। তারপর ড্রাইভার চাকা বদলাল । আমরা আবার রওনা দিলাম।নাচোল আড্ডাতে থামা হল।সেখানে চাকার পাঞ্চার সারা হল। আবার রওনা দিলাম। এইবার সরাসরি বিয়ানাতে পৌছালাম। সেখানে মাংস বিতরণ করা হচ্ছিল। প্রতিবছর এখানে বিদেশীদের অর্থায়নে মাংস বিতরণ করা হয়। তাই আমাদের মূল উদ্দেশ্য ছিল সেখানের মাংস বিতরণ দেখা।এরপর আমরা দুপুরের খাবার খেলাম। তারপর আমরা সেখানকার বিল ঘুরলাম। আমি প্রথম বিল দেখলাম। দুইপারে পানি মাঝখানে রাস্তা। বিলটা আমার বেশ ভালো লাগলো। এরপর আমরা রওনা দিলাম রাজশাহীর উদ্দেশে। আসার সময় থামা হল স্বপ্ন পল্লীতে। কিন্তু স্বপ্ন পল্লী বন্ধ ছিল। করোনার কারণে। এরপর আমরা মাগরিবের নামাযের জন্য থামা হল। সেখানে নাস্তা করা হল। তারপর আমরা রওনা দিয়ে এবার পৌছালাম রাজশাহীতে। আমরা রাত ৮টায় বাসাই পৌছালাম। শেষ হল আমাদের ভ্রমণ।