About Munshi Lal Mia Family:
মুন্সী লাল মিয়ার পরিবারের শাসন আমল। ১) তমিজ উদ্দিন মিয়া ( মুন্সী লাল মিয়ার দাদার বাবা, যিনি ততকালিন অখন্ড ভারতের বৃহত্তর ফরিদপুর বিভাগের জমিদার ছিলেন)। ২)তেলেম হোসেন মিয়া (মুন্সী লাল মিয়ার দাদা, যিনি ছিলেন ব্রিটিশ নড়াগাতি থানার পঞ্চায়েত)। ৩) মুন্সী মোজাহার উদ্দিন মিয়া (মুন্সী লাল মিয়ার বড় চাচা, যিনি ততকালিন লোকাল বোড যেটা এখন খুলনা সিটি করপোরেশন বলা হয়,তখন ছিল যশোর বোড ১৫ টা জেলা নিয়ে ১টা বোড গঠন হত,তার ৪০বছর চেয়ারমান ছিলেন।এই মোজাহার উদ্দিন ছিলেন ভাব গানের জনক)। ৪)মুন্সী নুরুলাক মিয়া ( মুন্সী লাল মিয়ার নোয়া চাচা,যিনি ছিলেন ব্রিটিশ রেনসালি বোডের চেয়ারমান।এরপর তিনি কোটাকোল,খাশিয়াল,মাওলি,জয়নগর,বাওইসোনা ইউনিয়ন মিলে ছিল ১টা ইউনিয়ন এই ইউনিয়নে সেনরা ছিল চেয়ারমান ৫০ বছর।প্রথম এই পারে চেয়ারমান হন তাদের হারিয়ে চেয়ারমান হন মুন্সী নুরুলাম মিয়া।তিনি চেয়ারমান ছিলেন ৩৫ বছর। ৫) আব্দুল হাকিম মিয়া (মুন্সী লাল মিয়ার চাচ,যিনি ছিলেন সাবেক যোগাযোগ মন্ত্রী ও স্পিকার ছিলেন।তিনি প্রথম বাঙ্গালি স্পীকার।নজরুল ইসলামের লেখা অগ্নিবিনার ইংলিশ অনুবাদ করেন তিনি প্রথম।তিনি দক্ষিন বংগের প্রথম বারিস্টার।এবং তিনি প্রথম বৃহত্তর যশোরের প্রথম মন্ত্রী হন। ৬)মুন্সী লাল মিয়া তিনি নিজে প্রথম এই ইউনিয়ন এর মেম্বার হন।এরপর ৩বার পরপর খাশিয়াল ইউনিয়নের চেয়ারমান হন।তিনি খাশিয়াল ইউনিয়নের চেয়ারমান ছিলেন ১৭ বছর,মেম্বার ছিলেন ৩বছর।এরপর তিনি নিরবাচিত উপজেলার চেয়ারমান হন পরপর ২বার এবং বার ভারপ্রাপ্ত ১বার।আর ইউনিয়ন পরিষদের তার শাষনামল ২০বছর।তিনার শাষন আমল ই ছিলেন ৩০ বছর।তিনি যে কয়বার নিরবাচিত হয়েছেন তিনি সতন্ত্র ভাবে হয়েছেন দলীয় মনোনয়ন ছাড়া।তিনি বাংলাদেশের শ্রেস্ট ইউনিয়ন চেয়ারমান নিরবাচিত হয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত থেকে গোল্ড মেডেল এবং সাদা কালো টিভি উপহার পান।এবং বাংলাদেশের শ্রেস্ট উপজেলার চেয়ারমান নিরবাচিত হয়ে পেসিডেন্ট এরশাদ এর কাছ থেকে গোল্ড মেডেল এবং রংগিন টিভি উপহার পান।১৯৯১ সালে তিনি এম পি মনোনয়ন পান যেটা পরে বাদ হয়ে তার নামে মিত্থা মাডার কেস দেওয়ায়।তিনি বাস্তব জীবনে জাতীয়তাবাদে বিশসাসি ছিলেন। মুন্সী পরিবারের শাসন আমল ছিল সরনো যুগ যেটা এখনকার মানুষ বলে।মুন্সী লাল মিয়ার সাথে ছুইপার থেকে ভান আলা পরযন্ত তার বেড রুমে গিয়ে রাত দিন ২৪ ঘন্টা গিয়ে দেখা করতে পারতেন।যে মানুষ টা ভান,নৌকা ,অসহায় মানুষ,ধরমো প্রতিস্টানে গুনে টাকা দিতেন না।অসহায়ের এই নয়ন মনির জন্ন সবাই দোয়া করবেন।