[1]প্রসেনজিৎ এর জীবন বৃত্তান্ত

সম্পূর্ণ নাম: শ্রীযুক্ত/শ্রীমান প্রসেনজিৎ সিংহ জন্ম: ০১-০৩-১৯৯৫ (সার্টিফিকেট অনুযায়ী ওজন: আনুমানিক (১০০-৩) কেজি বয়স: (২০২২-১৯৯৫)=______বছর (নিজে হিসাব কর) দাঁত: (৩২+-২) পেশা: ৯-২টা >কম্পিউটার প্রশিক্ষক, ২-৫টা >#রনজন সিংহ এর সাথে হার্ডওয়ারিং করে,৫-৭টা > বাজারে গিয়ে পান খায়, #Swapan Banarjee এবং #সমরজিৎ সিংহ(কালাসেনা) বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা দান্ডামি বাটপারি করে, ৭-৯টা >ডেকোরেটোর #রিপন এবং দর্জি #রবি এর সাথে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করে, ৯-১১টা বিছানায় শুয়ার ভান করে ঘুমিয়ে থাকে কিন্তু ঘুমায় না ✝︎ মাথায় বিভিন্ন চিন্তা খেলা করে, ১১-১২টা গ্রামের বিশিষ্ট ব্যাক্তিদের সাথে ফেইসবুকে চ্যাটিং করে। শখ: পান খাওয়া, বিষেশ করে আন্ত:ক্রীড়ার সময় এলে বাজারে গিয়ে চায়ের দোকানে বসে গ্রামের রাজনীতি নিয়ে আলাপ করে। মেয়াদ উর্ত্তীণের তারিখ: বড়জোড় ৬০বছর পর্যন্ত মেয়াদ থাকবে।

  1. ^ Singha Deo, Prosenjit (2021). "Mesoscopic Route to Time Travel". doi:10.1007/978-981-16-4465-8. {{cite journal}}: Cite journal requires |journal= (help)