রাজারহাট ফাজিল ডিগ্রী মাদরাসা

প্রতিষ্ঠাকাল

edit

রাজারহাট ফাজিল ডিগ্রী মাদরাসা রাজারহাট উপজেলায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ৷ 'এটি ১৯৬৩ খ্রিস্টাব্দে স্থাপিত হয় ৷ '

ইতিহাস

edit

'বর্তমান রাজারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ লাগোয়া পূর্বাংশে একটি টিনশেড ভবনে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় ৷ প্রথমত এটি 'রাজারহাট সিনিয়র মাদরাসা' নামে স্থাপিত হয় যেখানে দাখিল পর্যন্ত পাঠদান হতো পরবর্তীতে শিক্ষা কার্যক্রম প্রসারিত হয়ে বর্তমানে এটি ফাজিল( স্নাতক) পর্যন্ত উন্নীত করা হয়েছে এবং মাদরাসা ভবন স্থানান্তরিত করে ময়েন মিয়াজী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন স্থাপিত ৷