== Biography

==

মনির মোহাম্মদ বাংলাদেশের একজন৷ তরুণ কবি ও কথাসাহিত্যিক। পিতা- মোঃ নুরুল ইসলাম, মাতা-বিলকিছ বেগম। উনার জন্ম ১৯৮৬ সালের ২১ শে অক্টোবর , ময়মনসিংহ জেলার, নান্দাইল উপজেলার, কৃষ্ঞচন্দ্রপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। মনির মোহাম্মদ এর আজন্ম সাধ, শব্দ চাষা হয়ে কলমের লাঙল চালাবেন কাগজের জমিনে। গল্প বলে যেতে যান সাধারণ মানুষের। যাদের যাপিত জীবন উনাকে ভাবায়। সাধারণ মানুষের সুখ-দুঃখ, হাসি, কান্না, প্রেম, ক্রোধ উনার লেখার মূল উপজীব্য। সেই ধারাবাহিকতায় লিখেছেন নীলাদ্রি, এগারসিন্ধুর, নয়া বউ, নাইয়রি'র মত পাঠক নন্দিত উপন্যাস। লিখে চলেছেন গান ও কবিতা যা ইউটিউব এ ছড়িয়ে আছে। কুঁড়িয়েছেন বিভিন্ন মহল থেকে প্রশংসা। পেয়েছেন পাঠকদের ভালোবাসা। ২০২০এ পেয়েছেন প্রিয়বাংলা সাহিত্য সম্মাননা। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ বি.এস সি সম্পন্ন করে কাজ করছেন আইটি প্রকৌশলী হিসেবে বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে। কাজ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ' অতঃপর একটি বাইসাইকেল, 'পয়জন'।