Al Masum Shobuj / আল মাসুম সবুজ চিত্র সাংবাদিক,মূকাভিনয় শিল্পী ও তথ্যচিত্র পরিচালক।

পেশায় চিত্র সাংবাদিক হলেও মনেপ্রাণে তিনি একজন সাংস্কৃতিমনা মানুষ। ক্যারিয়ারের শুরুটা ক্যামেরার সামনে হলেও, সময়ের বিবর্তনে ক্যামেরার পেছনেই থিতু হয়ে পড়েন,গণমাধ্যমের পরিচিত মুখ আল মাসুম সবুজ। চিত্র সাংবাদিকতা পেশায় এক যুগেরও বেশি সময়,সততা ও নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন তিনি। শুরুর দিকে সৌখিন চিত্রগ্রাহক হিসেবে কাজ করলেও পেশাগত ভাবে ২০০৬ সালে স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনে চিত্র সাংবাদিক হিসেবে তার কর্মযাত্রা শুরু হয়। এরপর কিছু বছর এটিএন নিউজে যুক্ত থেকে পরবর্তী সময় আবারও প্রথম কর্মস্থল বাংলাভিশনে ফিরে আসেন। পেশাগত কাজের পাশাপাশি নৃত্য, অভিনয় এবং মূকাভিনয়ে চর্চায়ও দক্ষতা রয়েছে তার। মঞ্চাভিনয়ের পাশাপাশি টেলিভিশনে প্রচারিত অনুষ্টান ও বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন তারই মূকাভিনয় গুরু,বিশ্ব বরেণ্য মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারের, আত্ন জীবনি ' নৈশঃব্দের কবি ' তথ্যচিত্রে। ১৯৯৮ সাল থেকে ২০০৬ অবধী মঞ্চভিনেতা হিসেবে থিয়েটার খুলনার সক্রিও সদস্য ছিলেন তিনি। এছাড়াও গণশিল্পী সংস্থা এবং নৃত্যদল ইত্যাদি ইন্সটিটিউট এর প্রশিক্ষনার্থী ছিলেন তিনি। ২০০২ সালে তালিকাভুক্ত নৃত্যশিল্পী হিসেবে বাংলাদেশ টেলিভিশনে যুক্ত হন তিনি। একই সময় খুলনায় তরুণদের নিয়ে সোল ড্যান্স গ্রুপ গড়ে তুলেছিলেন তিনি।

চিত্র সাংবাদিকতায়,দীর্ঘ বছরের অভিজ্ঞতাকে পুজি করে বেসিক ভিডিও জার্নালিজম নামে গ্রন্থ প্রকাশ করেছেন তিনি। সৃজনশীল কাজের নেশায়, আপন গতীতে এগিয়ে চলেছেন নিবেদিত এই মানুষটি।