প্রত্যয়
সংঙ্গা:-
কোনো বর্ণ বা বর্ণগুচ্ছ কোন শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলে সেই নতুন শব্দকে বলে প্রত্যয়।
শ্রেনীবিভাগ:-
প্রত্যয়কে ২ভাগে ভাগ করা যায়।
যথা:-
(১)কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয় :-
সংঙ্গা:-কোনো বর্ণ বা বর্ণগুচ্ছ কোন ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলে সেই নতুন শব্দকে বলে কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয়।
প্রকারভেদ:-
(¡) সংস্কৃত ধাতু:-
ব্যবহার হয় এমন শব্দ ও শব্দগুচ্ছ:-
অক, তব্য, অনীয়, অন, য, তৃচ, তৃ, ত, তি, ইষ্নু ......
(¡¡)বাংলা ধাতু
উদাহরণ:-
√কার + আ = কারা
√কর + তব্য = কর্তব্য
√গৈ + অক = গায়ক
ধাতু চেনার নিয়ম:-
দেখা সংক্রান্ত হলে √দৃশ
করা সংক্রান্ত হলে √কৃ/ √কর
বলা সংক্রান্ত হলে √বচ
যাওয়া সংক্রান্ত হলে √গম
শোনা সংক্রান্ত হলে √শ্রু
গাওয়া(গান গাওয়া) সংক্রান্ত হলে √গৈ
মনে রাখা সংক্রান্ত হলে √স্মৃ
চলা সংক্রান্ত হলে √চল
পিতা সংক্রান্ত হলে √পা
এরকম বহু ধাতু আছে যা এখানে লিখে বোঝানো যাবে না।
(২) তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয় :-
সংঙ্গা:-কোনো বর্ণ বা বর্ণগুচ্ছ কোন শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলে সেই নতুন শব্দকে বলে তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়।
উদাহরণ:-
পাগল + আমি = পাগলামি
মূর্খ + আমি = মূর্খামি
মূর্খ + তা = মূর্খতা
চেনার নিয়ম:-
এগুলির নির্দিষ্ট কোনো চেনার নিয়ম আমার জানা নেই। আমি জানতে পারলে যথাশীঘ্র বলবো।