হুদ্রাকুড়ি

edit

হুদ্রাকুড়ি একটি গ্রামের নাম। এটি কোলা ইউনিয়নের একটি গ্রাম। এই গ্রামটি ৩টি পাড়া নিয়ে গঠিত। যথাঃ (১) উত্তরপাড়া, (২) সরকার পাড়া ও (৩) বীজিপাড়া। এই গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা কৃষিকাজ। মজার ব্যাপার হলো, অধিক পরিমাণে বীজ, চারা তৈরির করার জন্য বীজিপাড়ার নাম বীজিপাড়া হয়েছে। এছাড়াও সরকার পাড়ার নামেও একটি ঘটনা রয়েছে। তা হলো এই পাড়ার অধিকাংশ লোক সরকার বংশের। এই সরকার বংশের একজন লোক পঞ্চায়েত ছিলেন। তার ডাকনাম আব্দুল পঞ্চাত। দুই পাড়ার ঘটনা যখন বলাই হলো তাহলে উত্তরপাড়ার ঘটনা আবার বাদ যায় কেন? এই পাড়ারও কিছু ইতিহাস রয়েছে। যা খুবই গৌরোবজ্জ্বল। এই পাড়ার নাম শুনে বোঝা যাচ্ছে যে, পাড়াটি হুদ্রাকুড়ি গ্রামের উত্তর দিকে অবস্থিত। এই পাড়ার আরেকটি নাম রয়েছে তা হলো মন্ডলপাড়া। স্বভাবতই এখানকার অধিকাংশ মানুষ মন্ডল বংশের। এই মন্ডল বংশের একজন খুবই সম্পদশালী ছিলেন। তার নাম হলো মো: কুমির উদ্দিন মন্ডল (গোড়া মন্ডল)। বলা যায় তার আমলে হুদ্রাকুড়ি গ্রামের অধিকাংশ জমি তার নামে ছিল। তাও আবার একটি মাত্র দলিলে। পরবর্তীতে গোড়া মন্ডলের বংশ বৃদ্ধির সাথে সাথে জমি ভাগ হতে থাকে। আর মন্ডল বংশের প্রভাব কমতে থাকে। তবুও গ্রামে কোনো বিচারের আয়োজন করা হলে মন্ডল বংশের লোকদের ডাকা হয়। Md. Sahazadul Islam (talk) 10:07, 29 June 2022 (UTC)Reply